শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

কমতে শুরু করেছে ইলিশের দাম

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বরিশালে কমতে শুরু করেছে ইলিশের দাম। বাজারে জোগান বৃদ্ধি পাওয়ায় মাছের দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল নগরীর পোর্ট রোড বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজারের বিক্রেতা ইউসুফ বলেন, বৃষ্টি শুরু হওয়ার পর থেকে নদীতে ইলিশ ধরা পড়ছে। তাই বাজারে ভালোই মাছ আসছে।

চার দিন আগে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছের দাম ছিল কেজিপ্রতি সাড়ে ৩ হাজার টাকা। আজ (গতকাল) ওই মাছ ২ হাজার ৭০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। একইভাবে ৩ হাজার টাকা কেজির মাছ ২ হাজার ৩০০ টাকা, এলসি সাইজের মাছ ১ হাজার ৮৫০ টাকা, আধা কেজি ওজনের মাছ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

পোর্ট আড়তদার জহির সিকদার বলেন, ‘আর দুই মাস পর ইলিশের মৌসুম শুরু হবে। তখন মাছের আমদানি আরও বাড়বে এবং দাম কমবে। গতকাল এ বাজারে ৫০ মণ মাছ বিক্রি হয়েছে।’

বাংলা৭১নিউজ/এবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com