সোমবার, ১২ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে পর্দা টানলেন কোহলি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ৩৬ বছর বয়সে দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। ২০১১ সালে অভিষেকের পর এই ফরম্যাটে ভারতীয় ক্রিকেটকে আধুনিক ভাবে গড়ে তোলায় বড় ভূমিকা রেখেছেন তিনি।

কোহলির এই সিদ্ধান্ত এসেছে ভারতীয় টেস্ট অধিনায়ক রোহিত শর্মার অবসরের কয়েকদিন পরেই। দু’জনই এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন। এখন তাঁরা শুধু ওয়ানডে ক্রিকেটে খেলবেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তায় কোহলি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে সময় এখন উপযুক্ত। তিনি লিখেছেন:

“টেস্ট ক্যারিয়ারে ১৪ বছর হয়ে গেল। যখন প্রথমবার সাদা জার্সি গায়ে দিয়েছিলাম, কখনো ভাবিনি এত দূর আসব। এই ফরম্যাট আমাকে পরীক্ষার মুখে ফেলেছে, গড়েছে, এমন শিক্ষা দিয়েছে যা সারাজীবন সঙ্গে থাকবে। সাদা জার্সির মধ্যে আছে ব্যক্তিগত সংগ্রাম আর এমন অনেক মুহূর্ত যা কেউ দেখে না, কিন্তু আজীবন মনে গেঁথে থাকে। বিদায় জানানো কঠিন, কিন্তু মনে হচ্ছে এখনই সঠিক সময়। আমি আমার সবটা দিয়েছি, আর এই খেলা আমাকে তারচেয়েও বেশি কিছু ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞ— এই খেলার প্রতি, আমার সতীর্থদের প্রতি, এবং সেই প্রতিটি মানুষের প্রতি যারা এই যাত্রায় আমাকে অনুভব করেছে। আমি সবসময় হাসিমুখে ফিরে তাকাবো আমার টেস্ট ক্যারিয়ারের দিকে।”

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com