বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম ‘এলএনজি ও নবায়নযোগ্য খাত নিয়ে সৌদির সাথে কাজে আগ্রহী বাংলাদেশ’ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কর্মপরিকল্পনা চূড়ান্ত করার তাগিদ দেশে ১০০ মিনি হিমাগার তৈরি হবে: কৃষি উপদেষ্টা ‘অধিকার আদায়ে তরুণদের আর যেন জীবন দিতে না হয়’ মামলার আগে নাম না দেওয়ার জন্য, পরে নাম কাটানোর জন্য টাকা নেওয়া হয় খুনিকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, বলছেন আ’লীগের বিচার করবেন? ভারত-পাকিস্তানকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

দেশে ১০০ মিনি হিমাগার তৈরি হবে: কৃষি উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

কৃষি উপদেষ্টা বলেন, বোরো উৎপাদনে বরেন্দ্রকে পানির সেচের দাম আরও কমিয়ে আনতে হবে। যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। আর ফুডে যারা চাকরি করেন তাদের দুর্নীতি কমিয়ে আনতে হবে। কৃষিজমি রক্ষায় নতুন আইন হবে সেই চিন্তায় আছি।

তিনি আরও বলেন, আম-লিচু, টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মিনি কোল্ডস্টোরেজ তৈরি করা হবে। যাতে করে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।

এছাড়া আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমের মতো প্রয়োজনে লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি দেওয়া হবে। যাতে করে লিচু দেশের বিভিন্ন স্থানে কৃষক সহজেই পাঠাতে পারেন।

কোনোভাবেই ধানের জমিতে আম-লিচু চাষ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ধান বেশি করে উৎপাদন করেন, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আপনারা যত ধান উৎপাদন করবেন সরকার তত বেশি ধান-চাল ক্রয় করবে।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com