বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

সিঙ্গাপুরের শীর্ষ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক নীড়ের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রথম রাউন্ডে সিঙ্গাপুরের শীর্ষ গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমক দেখিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। বাংলাদেশের অন্য তিন দাবাড়ু অবশ্য প্রথম রাউন্ডে জিততে পারেননি। 

সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগাওকে হারিয়েছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। নীড়ের রেটিং ২৪০৩, সেখানে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৬০১। 

বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে নীড়ের প্রতিপক্ষ কাজাখস্তানের দাবাড়ু আনসাত। 

ওপেন বিভাগে নীড়ের পাশাপাশি অংশগ্রহণ করছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ। প্রথম রাউন্ডে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার কলমাকভের কাছে হারেন তাহসিন। চীনের আন্তর্জাতিক মাস্টার চেনের বিপক্ষে পূর্ণ পয়েন্ট হারান সাকলাইন মোস্তফা সাজিদ। 

আর নারী বিভাগে খেলছেন জাতীয় চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। প্রথম রাউন্ডে হার দিয়ে শুরু করেছেন তিনিও। এই টুর্নামেন্টটি  বিশ্বকাপ দাবা খেলার মঞ্চ হলেও বাংলাদেশি দাবাড়ুদের জন্য গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিক মাস্টার নর্ম হওয়ার উপলক্ষ্য।

সুইস লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট নয় রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। নয় রাউন্ড শেষে উন্মুক্ত বিভাগে শীর্ষ ১২ জন দাবাড়ু বিশ্বকাপ দাবায় খেলার সুযোগ পাবেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com