বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

কণ্ঠশিল্পী গামছা ডালিমের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে
কণ্ঠশিল্পী তরিকুল ইসলাম ডালিম ওরফে গামছা ডালিম (৩৬) বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর গ্রামে একটি গভীর নলকূপে বৈদ্যুতিক সংযোগের মেরামতকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তরিকুল ইসলাম ডালিম দুর্গাপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন অফিসে সহকারী ইলেকট্রিশিয়ান (মাস্টারোল) পদে চাকরি করতেন।

ডালিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার (ওসি) দুরুল হোদা।নিহতের চাচা সমাজসেবক সাইদুর রহমান বলেন, ‘ডালিম বরেন্দ্র অফিসের একজন ইলেকট্রিশিয়ান। বৃহস্পতিবার শ্রীপুর গ্রামে একটি গভীর নলকূপে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। খবর পেয়ে সে সমস্যা সমাধানের জন্য সেখানে যায়।

এরপর সেই ডিপের ছাদে লোহার মই দিয়ে কাজ করার সময় বৈদ্যুতিক তারে লেগে যায় মইটি। এ সময় সে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডালিমের স্ত্রী ও ছোট দুটি কন্যাসন্তান রয়েছে।’প্রতিবেশী রঞ্জু বলেন, ‘নিহত ডালিম বাউল গামছা ডালিম নামে পরিচিত। তিনি ছোটবেলা থেকেই গান-বাজনা নিয়ে থাকতেন। দেশে অনেক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বেসরকারি বেশ কয়েকটি টিভি চ্যানেলেও গান করেছেন।

আরটিভি রিয়ালিটি শো বাংলার গায়েন প্রতিযোগিতায় তিনি ৩০তম স্থান অধিকার করেছিলেন।’ এদিকে এমন ঘটনায় শিল্পী সমাজ ও উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com