বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও তুরস্ক দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও তার্কিশ এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা সরকারি বা ব্যক্তিগত প্রয়োজনে বিশ্বের বিভিন্ন গন্তব্যে তার্কিশ এয়ারলাইন্স ব্যবহারের ক্ষেত্রে তুলনামূলক সাশ্রয়ী ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।

চুক্তিটি একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় হ্রাসে সহায়ক হবে, তেমনি সরকারি অর্থের সাশ্রয়ও নিশ্চিত করবে। এছাড়াও সেনা সদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার এলায়েন্সের বিভিন্ন সুবিধা সাশ্রয়ী মূল্যে উপভোগ করতে পারবেন।

ফলে বিদেশে দায়িত্ব পালনের সময় সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত প্রয়োজনে ভ্রমণও হবে সহজতর ও সাশ্রয়ী।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com