মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:০০ অপরাহ্ন

শাহজালাল ইসলামী ব্যাংকের এএমডি পদে পদোন্নতি পেলেন ইমতিয়াজ ইউ আহমেদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ইমতিয়াজ ইউ আহমেদকে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পূর্বে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০০৩ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন ইমতিয়াজ আহমেদ। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্পোরেট ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ প্রশাসন, ট্রেজারি, মানবসম্পদ উন্নয়ন, শাখা ব্যাংকিং এবং অভ্যন্তরীণ নিরীক্ষা ক্ষেত্রে রয়েছে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা।

কর্পোরেট ও রপ্তানি অর্থায়ন খাতে ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণ এবং বিনিয়োগে দৃঢ় অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তাঁর নেতৃত্বে ব্যাংকের আর্থিক সূচকসমূহ হয়েছে আরও শক্তিশালী। এর স্বীকৃতিস্বরূপ তাঁকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে উন্নীত করা হয়।

ব্যাংকিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইমতিয়াজ ইউ আহমেদ এর আগে ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং কেপিএমজি রহমান হকের মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের অধীনে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

জনাব ইমতিয়াজ ইউ আহমেদ ফাইন্যান্স এন্ড একাউন্টিং এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত উন্নয়নে তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত অনেক ট্রেইনিং প্রোগ্রামে অংশ নিয়ে থাকেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com