মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন

অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : ফারুক

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আমাদের দাবি, সারা দেশের জনগণের দাবি অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ডিসেম্বর-২০২৫ এর মধ্যে নির্বাচনের দাবি’তে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এই অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ।

ফারুক বলেন, দেশের পরিস্থিতি কী? দেশের অবস্থা কী? যখনই বিএনপি দেশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলে তখনই একদল আছে তারা বলে, বিএনপি শুধু নির্বাচনের নির্বাচন করে। বিএনপি তো নির্বাচনমুখী দল।

তিনি বলেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কথা বলে তাদেরকে বলি তারেক রহমান বা বিএনপি শেখ হাসিনার মতো করে ক্ষমতায় আসতে চান না। ২০১৪ সালে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সরকার গঠন করেছিল, ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো করে বিএনপি সরকার গঠন করতে চায় না।

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, মৃত ব্যক্তি ভোট দিবে এরকম নির্বাচন বিএনপি চায় না। বিএনপি দিনের ভোট রাতে হোক এটা চায় না। বিএনপি চায় একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন।

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্য তিনি বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়। তাই নির্বাচনের রোডম্যাপ আপনাকে দিতে হবে। আমরা হাসিনার মতো ফ্যাসিবাদ হতে চাই না। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাই না। আমরা দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। দেশের জনগণের ভালোবাসায় আমরা ক্ষমতায় এসেছিলাম। আবার এ দেশের সুষ্ঠু নির্বাচন হলে দেশের জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে।

প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব সরদার প্রমুখ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com