৭২ সালের মুজিববাদী সংবিধান রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, “৭২-এর মুজিববাদী সংবিধান রেখে এই দেশে সংস্কার সম্ভব নয়। তাই আমাদের নতুন সংবিধান লাগবে। আমাদের বিচার ব্যবস্থা লাগবে। আমাদের নারীদের অধিকার চাই।”
‘অভ্যুত্থানের এক জুলাই থেকে আরেক জুলাই এ এসেছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদ থেকে মুক্ত হয় নাই’-এমন মন্তব্য করে সারজিস আলম বলেন, “আমাদেরকে মুজিববাদের কোমড় ভেঙে দিতে হবে।”
“আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে। কিন্তু মুজিববাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।”
তিনি বলেন, “এই দেশে এখনও ভারতীয় দালাল ও মুজিববাদীরা কাজ করে যাচ্ছে। এদেরকে রুখে দিতে হবে।”
এনসিপির এই নেতা আরো বলেন, “আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাব। তবে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি করলে আমরা মুখের উপরে বলে দেব।”
বাংলা৭১নিউজ/এবি