শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান মারা গেছেন ডিএনএ গঠন আবিষ্কারক নোবেল জয়ী বিজ্ঞানী ওয়াটসন বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট : প্রেস সচিব আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি: আসিফ নজরুল বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ‘জঘন্য ঘটনায়’ ক্রিকেটাঙ্গনে তোলপাড় উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

সংসদের অর্ধেক আসন চাইলেন নারী নেত্রীরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ৩০০ আসনের ৫০ শতাংশ, অর্থাৎ দেড়শো আসন নারীদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।

বুধবার (০৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা এই দাবি জানান।

বৈঠকের পর উইমেন অন্ট্রাপ্রেনিউর অফ বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা চাই– নারীর সংখ্যা যেন বাড়ে। অ্যাটলিস্ট ১০০টা সংসদীয় আসন যেন নারীদের দেওয়া হয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারকেও বলতে চাই, নারীরা যারা নির্বাচনে আসছেন তাদেরকে অবশ্যই সহায়তা দিতে হবে। আমেরিকাসহ বিভিন্ন দেশে এরকম সহায়তা দেওয়া হয়। নারীরা যেন স্বচ্ছন্দে ভোটও দিতে পারেন, সেটা নিয়েও আমরা কথা বলেছি।

এই নারী নেত্রী বলেন, আমরা চাই যে অ্যাটলিস্ট ৫০ শতাংশ, আপনার ৩০০টি সিট না কিন্তু ১৫০টি সিট যেন নারীদের জন্য দেওয়া হয়। নারীরা যেন কন্টেস্ট করতে পারে সেই জিনিসটা আমরা একটু নিশ্চিত করতে চেয়েছি।

নির্বাচনী তহবিল প্রসঙ্গে নাসরিন ফাতেমা আউয়াল উল্লেখ করেন, নারীদের জন্য এই বিষয়টি ‘অনেক কষ্টকর’। সহজে কিন্তু ফ্যামিলি থেকেও ফান্ড পাওয়া যায় না নারীদের জন্য, যেটা পুরুষরা অহরহ পারেন। নারীদেরকে সরকার যদি একটু সহায়তা করেন তাহলে অনেক নারীই কিন্তু নির্বাচনে আসতে পারবেন।

রাজনৈতিক দলগুলোর মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও নারী নেত্রী ভারসাম্য আনার কথা বলেছেন। তিনি বলেন, দলগুলোকেও আমরা বলতে চাই, কোথাও দেখা যায় এটা ৫ শতাংশ, কোথাও দেখা যাচ্ছে ৬ শতাংশ, এভাবে মনোনয়ন দিচ্ছে। এভাবে না করে আমার মনে হয় উনারা যদি বলে যে এত শতাংশ দেবে, সেভাবে যদি হয় তাহলে জিনিসটা একটু ব্যালেন্স হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com