বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কলোমনখালি বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার কলোমনখালি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্থানীয় জেলা বিএনপির সহ-সভাপতি আসাদ চৌধুরী ও সদর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাঈম জোয়ার্দ্দার গ্রুপের সমর্থকদের মধ্যে।

এ নিয়ে কয়েকদিন আগেও উভয়পক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে সোমবার সকালে কলোমন খালি বাজারে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। ঘটনার পর থেকে বাজারের সকল দোকানপাট বন্ধ হয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে। এতে করে সাধারণ মানুষ পড়েছে বিপাকে। পরিস্থিতি শান্ত করতে ভুক্তভোগী এলাকাবাসী সং হস্তক্ষেপ কামনা করেছেন। 

এ ব্যাপারে থানার (ওসি) অপারেশন সামছুজ্জোহা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com