মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ না লেখার আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

যারা সাংবাদিকতার পেশায় যুক্ত থেকেও জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনকারীর পক্ষ অবলম্বন করে, তাদের নামের শুরুতে সাংবাদিক না লেখার আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন তিনি। সেই পোস্টে ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে সাংবাদিক মনে করেন না বলেও উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের হাজারো মানুষের প্রাণ হরণকারী, জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পলাতক ওই খুনির পক্ষাবলম্বনকারীরা সাংবাদিক হতে পারেনা!

দীর্ঘ প্রায় এক যুগ বাংলাদেশের মানুষের অধিকারের কথা বিশ্ব দরবারে তুলে ধরা সাবেক এই সাংবাদিক প্রতিটি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসিনার অনুচর, সুবিধাভোগী, লুটেরা এবং খুনের সমর্থকদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা পরিত্যাগ করুন।

উল্লেখ্য, এর আগে সচিবালয়ে জুলাই গণহত্যা নিয়ে সাংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে বিব্রতকর প্রশ্ন করতে দেখা গেছে বেসরকারি দুটি টেলিভিশনের সিনিয়র দুজন ব্যক্তিকে। যাদের একজনকে ইতোমধ্যে চাকরিচ্যুত ও অন্যজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com