
মারা গেছেন ভারতীয় টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধর। আজ ১৫ অক্টোবর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু-সহকর্মী অমিত বহল। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাশোসিয়েশন’। বুধবার মুম্বাইতে বিকেল সাড়ে চারটে নাগাদ তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
অনেক দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। কয়েকমাস আগে তার স্বাস্থ্যের অবনতি হয়, হয়েছিল অস্ত্রোপচার। কিন্তু শত চেষ্টার পরও শেষ রক্ষা হলো না।
‘মহাভারত’-এর কর্ণ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান পঙ্কজ ধর। এর বাইরে আরও বেশ কিছু ধারাবাহিকে অভনয় করেছেন তিনি। অভিনয় করেছেন সিনেমাতেও। এরমধ্যে ‘জমিন’, ‘সোলজার’, “টারজান: দ্য ওয়ান্ডার কার’ উল্লেখযোগ্য।
বাংলা৭১নিউজ/জেএস