মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগে আগ্রহী ইতালি দেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ এমন হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে সৌদিকে অনুরোধ ‘টেকসই উন্নয়নের জন্য কৃষি, প্রাণ-প্রকৃতি ও খাদ্য নিরাপত্তার সমন্বয় জরুরি’ খাদ্য নিরাপত্তায় জোর দিতে গিয়ে কৃষকের ক্ষতি হচ্ছে: ফরিদা আখতার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ : সিইসি প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

চার বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সাদমান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। দীর্ঘ চার বছর পর পাওয়া এই শতক যেন হয়ে উঠেছে এক চমৎকার প্রত্যাবর্তনের প্রতিচ্ছবি। আগেরটি যেমন জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল, তেমনি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটিও এল তাদের বিরুদ্ধেই।

সাদমানের প্রথম সেঞ্চুরির বয়স প্রায় ৩ বছর ৯ মাস ২৩ দিন। এর মাঝে চারটি ফিফটি এলেও কখনো তা তিন অঙ্কে রূপ নিতে পারেনি। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানে থেমেছিলেন। তবে এইবার আর ব্যর্থ হননি চট্টগ্রামে পছন্দের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেই পূর্ণ করলেন কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরি। 

এই ইনিংসে সাদমান স্পর্শ করেছেন আরও একটি বড় মাইলফলক—টেস্ট ক্যারিয়ারে ১ হাজার রানের ক্লাবেও জায়গা করে নিয়েছেন। ৯৩৯ রান নিয়ে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। ক্যারিয়ারসেরা ১২০ রানের ইনিংস খেলেছেন ১৬টি চার ও ১টি ছক্কায় সাজিয়ে। আগের সর্বোচ্চ ছিল ১১৫।

তার এই ইনিংসেই শক্ত ভিত পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২২৭ রানের জবাবে বাংলাদেশ পেয়েছে দারুণ শুরু। সাদমান ও এনামুল হক বিজয় গড়েছেন ১১৮ রানের উদ্বোধনী জুটি—৩২ ইনিংস পর ওপেনিংয়ে শতরান জুটির দেখা পেল বাংলাদেশ। টেস্টে তিন বছর পর ফিরে ৩৯ রানে আউট হন বিজয়।

দ্বিতীয় উইকেটে সাদমানের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন মমিনুল হক, যিনি আউট হন ৩৩ রানে। সাদমানও ফিরেছেন দ্রুতই, তবে ততক্ষণে দলের জন্য রেখে গেছেন মূল্যবান ভিত্তি।

দিনের দ্বিতীয় সেশনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। এখনো ২২ রানে পিছিয়ে থাকলেও, ব্যাট হাতে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২) ও অভিজ্ঞ মুশফিকুর রহিম (৯)। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com