ফার্স্টট্রিপ আনুষ্ঠানিকভাবে বাংলালিংক অরেঞ্জ ক্লাব লয়্যালটি প্রোগ্রামের সঙ্গে একটি চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফার্স্টট্রিপ লিমিটেডের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ চুক্তির আওতায় ফার্স্টট্রিপ থেকে বাংলালিংক অরেঞ্জ ক্লাব গ্রাহকরা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে বিশেষ ছাড়সহ আকর্ষণীয় সব ট্রাভেল অফার পাবেন। যা বাংলালিংক অরেঞ্জ ক্লাব গ্রাহকদের ভ্রমণকে আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্টট্রিপ ও বাংলালিংকের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্টট্রিপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব মার্কেটিং মীর তাজমুল হোসাইন, ক্যাম্পেইন ও পার্টনারশিপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আয়শা নাওয়ার, এক্সিকিউটিভ মোহাম্মদ নাশিব সিয়াম ও কাজী নিগার সুলতানা।
বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান, ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ বাবলি আফরোজ ও লামিয়া তাসনীম।
ফার্স্টট্রিপ জনপ্রিয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম হিসেবে সবসময় ট্রাভেলারদের বিশ্বমানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ফ্লাইট বুকিং, হোটেল রিজার্ভেশন কিংবা পার্সোনালাইজড ট্রিপ—সব সেবাই প্রদান করে এক প্ল্যাটফর্মে।
গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতার ওপর জোর দিয়ে ফার্স্টট্রিপে রয়েছে ২৪/৭ গ্রাহক সহায়তা। ফার্স্টট্রিপ দেশের ট্রাভেল সেক্টরে একটি উল্লেখযোগ্য ডিজিটাল ইনোভেশন, যা বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
বাংলা৭১নিউজ/এসএস