শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

ঢাকায় শুরু হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাসের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫’।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর  কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রদর্শনীতে দেশি-বিদেশি কোম্পানি, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা ও প্রযুক্তিবিদরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এস কে বশির উদ্দিন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসাইন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সভাপতি হান কুন।

প্রদর্শনীতে অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ নানা খাতের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এছাড়াও থাকছে উচ্চ পর্যায়ের বিটুবি ও বিটুজি মিটিং, সেমিনার ও ইনভেস্টমেন্ট পিচ সেশন।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com