শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

আরাকান রাজ্যের স্কুলে বোমা হামলায় নিহত ১৮, আহত ২০

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

মিয়ানমারের আরাকান রাজ্যে ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেল অন্তত ১৮ জনের। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন, যাদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। নিহতদের মধ্যে শিশু শিক্ষার্থীও রয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে ক‍্যাওকটাও উপজেলার থায়াত ট্যাবিন গ্রামের একটি বোর্ডিং স্কুলে বিমান থেকে বোমা ফেলে এই হত্যাযজ্ঞ চালায় জান্তা বাহিনী। হামলার সময় স্কুলটিতে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আকাশ থেকে একাধিক বোমা নিক্ষেপ করা হয়। স্কুল ভবনের বড় অংশ ধ্বংস হয়ে যায়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে নিহতদের দেহ ও আহতদের কান্না। উদ্ধারকাজে নামে স্থানীয় গ্রামবাসী ও আরাকান আর্মির সদস্যরা।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন এলাকায় সশস্ত্র সংঘাত বাড়ছে। বিশেষ করে আরাকান রাজ্যে আরাকান আর্মি ও সেনাদের মধ্যে প্রায় প্রতিদিনই সংঘর্ষ চলছে। বেসামরিক মানুষ সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। 

বাড়িঘর, স্কুল, হাসপাতাল- কোনো কিছুই রক্ষা পাচ্ছে না হামলা থেকে। আন্তর্জাতিক মহল এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিচ্ছে এবং বেসামরিক জনগণ, বিশেষ করে শিশুদের ওপর হামলা বন্ধের দাবি জানাচ্ছে।

তথ্য সূত্র- আনাদলু এজেন্সি।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com