শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

আহত চবি শিক্ষার্থীদের দেখতে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের দেখতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজ নেন তিনি। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ  স্বাস্থ্য উপদেষ্টাকে শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম ও বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন। তারা চিকিৎসক দলের তত্ত্বাবধানে গৃহীত চিকিৎসা পদক্ষেপ সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।

স্বাস্থ্য উপদেষ্টা তাদের শারীরিক খোঁজখবর নেন শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি উপস্থিত অভিভাবকদের সান্ত্বনা দেন ও সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

এসময় স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি ও জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com