শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর হানিফ ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– সিএনজিচালক শহিদুল (৫০) ও দোকান কর্মী ইমরান (৪৮)। আহতের ব্যক্তির নাম রফিক (৫০)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গুলিস্তান হেডকোয়ার্টারের পবিত্র নামের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেন। রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। বর্তমানে আহত রফিক ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, হানিফ ফ্লাইওভারের পাশে দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শহিদুল ও ইমরান মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com