শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

“ঈমানের মূল স্তম্ভই হচ্ছে রাসুলুল্লাহ (দ.) এর মহব্বত ও ভালোবাসা”

বোয়ালখালী, চট্টগ্রাম:
  • আপডেট সময় শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীর শাহ মাবুদিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) উপলক্ষে জশনে জুলুসের র্্যালী ও আজিমুশ শান মিলাদ মাহফিল আজ শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হয়।

আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় ও হযরত শাহসূফি পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা মূফতি মোহাম্মদ আবদুর রহীম আলকাদেরী (রহ.)’র আওলাদে পাক হাফেজ কারী সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরীর নেতৃত্বে র্্যালীটি খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসা থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর শাহ মাবুদিয়া রহীমিয়া দরবার শরীফের জমায়েত হয়।

এতে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) এর মাধ্যমেই আল্লাহ তা’লার কুদরতের রহস্য প্রকাশ ঘটিয়েছেন। বক্তারা বলেন, ঈমানের মূল স্তম্ভই হচ্ছে রাসুলুল্লাহ (দ.) এর মহব্বত ও ভালোবাসা।

পবিত্র ঈদে মিলাদুন নবী (দ.) শীর্ষক আলোচনা মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম কাদেরী, মাওলানা মোহাম্মদ আবদুল কুদ্দুস আলকাদেরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহা. মাহবুবুল আলম, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, মাও. হাফিজুর রহমান, সৈয়দ মোহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী, মাও. ইমাম উদ্দিন রহিমী, মাও. শরাফত হোসেন রহিমী, মাও. রুহুল আমিন রহিমী, মাও. এহসান হাবীব প্রমূখ।

মিলাদ-ক্বিয়াম ও ফাতেহা শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন, আওলাদে পাক হাফেজ কারী সৈয়দ মাওলানা মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী।

বাংলা৭১নিউজ/প্রেস বিজ্ঞপ্তি

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com