সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

নরসিংদীতে আকস্মিক সফরে উপদেষ্টা আসিফ নজরুল

নরসিংদী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক আকস্মিক সফরে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়াস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। 

আজ জেলার গোতাশিয়াস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। তবে তার এ হঠাৎ সফরের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সকাল ১০টার দিকে তিনি মনোহরদী সদরের ডাকবাংলোয় পৌঁছে কিছু সময় বিশ্রাম নেন। পরে সেখান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরবর্তী গোতাশিয়া গ্রামে অবস্থিত মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছান এবং কেন্দ্রটি ঘুরে দেখেন। হঠাৎ এ পরিদর্শনে সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুটা হতবাক হয়ে পড়েন। সফরকালে তার সঙ্গে ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, সকালেই আইন উপদেষ্টা নরসিংদীতে উপস্থিত হয়েছেন। কয়েকটি জায়গা পরিদর্শন করেছেন।  

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com