সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

চবি এলাকায় ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাটহাজারী উপজেলা প্রশাসন রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা ৪০ মিনিট) কোনো বাহিনী বা সেনা মোতায়েন হয়নি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ২নং গেট থেকে পূর্ব-দক্ষিণ সীমান্ত পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে ৩১ আগস্ট বিকেল ৩টা থেকে ১ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত।

এ সময়ে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ, মিছিল-মিটিং, গণজমায়েত, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি লোকের একত্রিত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজকের সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ২০০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের অধিকাংশ দেশীয় অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়েছেন। সংঘর্ষ এখনো থামেনি, বরং অব্যাহত রয়েছে এবং আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

উল্লেখ্য, শনিবার (৩০ আগস্ট) রাতে এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রবিবার সকাল থেকে একের পর এক সংঘর্ষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com