শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধিদলের সাক্ষাৎ নেদারল্যান্ডসকে হেসেখেলেই হারালো বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর: তারেক রহমান ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর রোববার বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ‘বাংলা বললেই কি বাংলাদেশি’, মোদী সরকারের জবাব চাইল আদালত দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবে: তারেক রহমান

বিশ্বরেকর্ড গড়ে দলকে জেতালেন সাকিব, হলেন ম্যাচসেরাও

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে অবশেষে একটা ম্যাচ জেতানো পারফরম্যান্স দিলেন সাকিব আল হাসান। বল হাতে গড়েছিলেন বিশ্বরেকর্ড, এরপর ব্যাট হাতে দরকারি রান তুলে ফ্যালকনসকে ৭ উইকেটের জয় এনে দিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। তাতে তিনি বনে গেছেন ম্যাচের সেরা খেলোয়াড়ও।

শনিবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস তোলে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান। শুরুতেই ইতিহাস গড়েন সাকিব। নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে (২৬ বলে ৩০) আউট করে পূর্ণ করেন ৫০০ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল প্রথম কোনো বাঁহাতি বোলারের ৫০০ উইকেট। ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

এদিকে এই ৫০০তম উইকেট আরও এক বিশ্বরেকর্ড তুলে দেয় তার হাতে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৭০০০ রান ও ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

১৭তম ওভারে ফের বল হাতে এসে সাকিব আঘাত হানেন আরও দুইবার। ফিরিয়ে দেন কাইল মেয়ার্সকে (১৮ বলে ১৩) এবং নাভিন বিদাইসিকে (১)। শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ২ ওভারে ১১ রানে ৩ উইকেট। সঙ্গে ক্যারিয়ারে উইকেট সংখ্যা বেড়ে হয় ৫০২। জেডেন সিলস, সালমান ইরশাদ ও শামার স্প্রিংগার নেন একটি করে উইকেট। 

১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ফ্যালকনস জয় পায় ১৯.৪ ওভারে। কারিমা গোর শান্ত ইনিংস খেলেন, ৪৭ বলে খেলেন অপরাজিত ৫২ রানের ইনিংস। ওপেনিংয়ে জুয়েল অ্যান্ড্রু (২৮ বলে ২৮) ও রাহকিম কর্নওয়াল (১৩ বলে ১৬) এনে দেন ভালো সূচনা। এরপর দ্রুত রান তুলে দলকে এগিয়ে দেন সাকিব। ১৮ বলে ২৫ রানের ইনিংসে তিনি মারেন একটি চার ও দুটি ছক্কা।

শেষ পর্যন্ত ফ্যালকনস ৭ উইকেটে জেতে এবং ম্যাচের নায়ক হয়ে ওঠেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার ৪৪তম ম্যাচসেরার পুরস্কার।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com