রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

জাপা কার্যালয়ে সংঘর্ষ : ইটের আঘাতে ২ সাংবাদিক আহত

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয়নগর জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়(২৫) এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র ফটোগ্রাফার জিএম মজিবুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী মিছিল করার সময় ইটপাটকেল ছোড়ে। এ সময় দায়িত্ব পালনরত অবস্থায় দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা সাংবাদিক সুব্রত বলেন, কার্যালয়ের সামনে মিছিল চলছিল। হঠাৎ মিছিল থেকে ইট নিক্ষেপ শুরু হলে আমাদের দুই সহকর্মী মাথায় আঘাত পান। পরে আমরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফারের মাথায় ছয়টি সেলাই লেগেছে এবং বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টারের মাথায় পাঁচটি সেলাই লেগেছে। পরে চিকিৎসা শেষে তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হয়। দু’জনেরই মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com