নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে ঘরের পিছনে জমে থাকা পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় শিহারচর বড় বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিহারচর বড় বাড়ি এলাকার আমীর আলীর স্ত্রী রোকসানা ও তার মেয়ে লামিয়া।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক বাশার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, রোকসানা বাড়ির পিছনে জমে থাকা বৃষ্টির পানি সেচতে যায়। পাম্পের সুইচ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে মেয়ে লামিয়া বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসএকে