ইসরায়েলের ডি-ফ্যাক্টো রাজধানী তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও আশেপাশের রাস্তায় অন্তত ৫ লাখ মানুষ সমবেত হয়েছেন। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য এক সমন্বিত চুক্তির দাবি জানিয়েছেন।
ইসরায়েলজুড়ে গত শনিবার একদিনব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। সাধারণ জনগণ ও বিরোধীরা অংশ নেন। সমাবেশের একদিন পর তেল আবিবে এই বৃহৎ সমবেত অনুষ্ঠিত হয়। জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম এই সমাবেশের আয়োজন করে। এদিন দেশজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়।
এসময় জিম্মি পরিবারের সদস্যরা মঞ্চে বক্তব্য দেন। জিম্মি ওফির ব্রাসলভস্কি, রম ব্রাসলভস্কির পিতা বলেন, “দুই সপ্তাহ আগে আমরা রম জীবিত আছে বলে ইঙ্গিত পেয়েছি। রম ক্ষুধার্ত, নির্যাতিত এবং ভীত। এই যুদ্ধ থামাতে হবে, উপেক্ষা বন্ধ করতে হবে।”
সমাবেশ শেষে ফোরাম ঘোষণা করে, ‘ইসরায়েল অন হোল্ড’ কার্যক্রম শেষ হয়েছে, এবং দেশের বিভিন্ন স্থানে শত শত কর্মসূচিতে এক মিলিয়নেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে।
সূত্র: জেরুসালেম পোস্ট
বাংলা৭১নিউজ/এসএইচ