আজ নারী উন্নয়ন শক্তি (এনইউএস)’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। নানা কর্মসূচির মধ্যে দিয়ে সংস্থার সাথে জড়িতরা দিবসটি পালন করেছেন।
১৯৯২ সালের ১৪ আগস্ট ঢাকার খিলগাঁও থেকে যাত্রা শুরু করে এনইউএস। নারী নেতৃত্বাধীন, অলাভজনক ও অরাজনৈতিক এই সংস্থাটি এখন পর্যন্ত ৪৯টি দাতা ও অংশীদারের সহায়তায় ৭৯টি প্রকল্প বাস্তবায়ন করেছে।
এনইউএস এর প্রধান সাফল্যসমূহের মধ্যে রয়েছে- ১ লাখ ২৫ হাজারেরও অধিক নারী ও পুরুষকে প্রাথমিক শিক্ষা প্রদান, ২৫ হাজারের অধিক মানুষকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা এবং ২ হাজার ৬শ’ যৌনকর্মীকে পুনর্বাসন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা।
এছাড়াও এইচআইভি ও ম্যালেরিয়া প্রতিরোধে লাখো মানুষের কাছে স্বাস্থ্যসেবা, সচেতনতা ও প্রতিরোধ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সংস্থাটি শিশু ও নারী সুরক্ষা, আইনি সহায়তা, এবং সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছে।
এনইউএস দৃঢ়ভাবে বিশ্বাস করে যে-টেকসই উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করাটা অপরিহার্য।
বাংলাদেশে সমতা, ন্যায় ও মানবাধিকার নিশ্চিত করতে আগামী দিনগুলোতে যাত্রা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছে এনইউএস।
বাংলা৭১নিউজ/এসএইচ