বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন দুদক সংস্কার কমিশনের প্রস্তাব ১-২ মাসের মধ্যে বাস্তবায়ন : আসিফ নজরুল গত বছরের ৫ আগস্টের পর অপুর সঙ্গে দেখা হয়নি: আসিফ মাহমুদ মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার চেষ্টা করা হচ্ছে : ধর্ম উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়া ‘খুবই গুরুতর পরিণতি’ ভোগ করবে: ট্রাম্প গ্লোবাল প্লাস্টিকস চুক্তির খসড়া প্রত্যাখ্যান, দূষণ রোধে কঠোর পদক্ষেপের দাবি দায়িত্বগ্রহণের এক বছর, আমি প্রতিদিনই নতুন কিছু শিখেছি: প্রেস সচিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১০০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ৮ জনের গণহত্যায় প্ররোচনাকারি ৩১ সাংবাদিকের মামলা, তদন্ত করবে পিবিআই

প্রতিনিধিদল ছাড়া শুরুতে ‘একান্তে’ কথা বলবেন ট্রাম্প-পুতিন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু প্রতীক্ষিত বৈঠক শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন সময় বিকেল ৩টা ৩০ মিনিট এই আলোচনা শুরু হবে।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ বৃহস্পতিবার জানান, শুরুতে দুই নেতা কেবলমাত্র দোভাষীদের উপস্থিতিতে ‘একান্ত’ বৈঠক করবেন। এরপর তাদের প্রতিনিধিদল নিয়ে বিস্তৃত আলোচনা ও কর্ম-প্রাতঃরাশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রতিনিধিদলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোউসোভ, পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব সমন্বয়কারী অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ, রুশ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিয়েভ এবং উশাকভ নিজে।

ক্রেমলিন আরও জানিয়েছে, বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন হবে। ‘ইউক্রেন সংকটের সমাধান’ বৈঠকের মূল এজেন্ডা, যা নিয়ে আগের আলোচনার ভিত্তিতে এবার বিস্তারিত কথা হবে। এছাড়া বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ও আলোচনায় আসবে।

উশাকভ জানান, বৈঠক কতক্ষণ চলবে তা আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে। নির্ধারিত সময়সূচি থাকলেও শেষ সময় সম্পূর্ণভাবে দুই প্রেসিডেন্টের সিদ্ধান্তে নির্ভর করবে। আলোচনা শেষ হতেই রুশ প্রতিনিধি দল ‘অবশ্যই’ যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবে।

এদিকে আলোচিত এই বৈঠকের প্রস্তুতির জন্য মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, ‘উভয় পক্ষ সফল একটি অনুষ্ঠানের জন্য নিজেদের অঙ্গীকার নিশ্চিত করেছে।’ 

তিনি জানান, পুতিনই বৈঠকের অনুরোধ করেছিলেন, যা শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বৈঠককে পুতিনের জন্য ‘ব্যক্তিগত বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেন আক্রমণের পর ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে পশ্চিমা বিশ্ব পুতিনকে বর্জন করে আসছিল।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com