মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফের যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) সকালে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. ইয়ামিন (১৮), মো. আলামিন (৩০) ও মো. জামাল (২৮)।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, আজ সকালে দ্বিতীয় দফায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল আবারও অভিযান চালায়। এতে ২ লাখ ৭৫ হাজার টাকা নগদ, ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়। গতকালের অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে কয়েকজন চিহ্নিত, তালিকাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আজকের অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, আজকের অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। সংঘর্ষে শাহ আলম নামে এক যুবক ধারালো অস্ত্রের আঘাতে মারা যায়। এরপর গতরাতে প্রথম দফায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়।
টানা দুইদিনের অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/এবি