গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিন যাত্রী আহত হন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলা পৌরসভার খলসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), রাজাহার ইউনিয়নের চাপাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে নুরনবী মহুরী (৫৭) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের মোকচ্ছেদ মিয়ার ১৯ দিনের শিশু সন্তান পরাগ মিয়া।
নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম পিয়ারাপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ও একটি যাত্রীবাহী অটোরিকশা গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী এলাকায় পৌঁছালে হঠাৎ করে চলন্ত ট্রাকটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোর তিন যাত্রী মারা যান। এসময় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ