মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

সারজিস-হাসনাত-জারাসহ এনসিপির কেন্দ্রীয় ছয় নেতা কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির দিনে পূর্বঘোষণা ছাড়াই রহস্যজনকভাবে কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ছয় নেতা।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং-বিজি-৪৩৩ যোগে তারা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তারা হলেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ ও সদস্য আয়শা খানম। নিজেদের আড়াল করতে তারা সবাই মুখে মাস্ক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে যান বলে বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।

নির্ধারিত কোনো গাড়ির পরিবর্তে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে একটি নোয়াহ মাইক্রো ভাড়া করে এনসিপির এ ছয় নেতা মেরিন ড্রাইভ দিয়ে ইনানীর হোটেল সি পার্ল অ্যান্ড স্পাতে ওঠেন বলে জানান ভাড়ায় যাওয়া সেই নোয়াহ গাড়িচালক।

বিমানবন্দর এলাকার গাড়িচালক বলেন, ছয়জনের টিম মুখে মাস্ক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি পার্কিং এলাকায় আসেন। তারা ভাড়া যাবো কি না না জানতে চেয়ে গাড়িতে ওঠে ইনানীর সি পার্ল হোটেলে যান। আমি তাদের সি পার্লে নামিয়ে দিয়ে চলে এসেছি।

তবে ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তির দিনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিবর্তে কেন তারা কক্সবাজার এসেছেন তার কোনো সঠিক বিবরণ মিলছে না। কিন্তু গুজব রয়েছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে তারা অনির্ধারিত শিডিউলে কক্সবাজার এসেছেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার পর উৎসুক জনতা ইনানীর সি পার্ল হোটেলের বাইরে ভিড় জমান।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com