সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত ১২

রংপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রংপুরের কাউনিয়ায় সারের দোকান উদ্বোধনের মিলাদ মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন। এরমধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩ আগস্ট) রাত ৮টায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগাছা ইটাকুমারীর মৃত জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলা সদরে সাহাবাজ গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে নজর আলী সাহাবাজ আমতলা বাজারে নতুন একটি সারের দোকান চালু করেন। শনিবার বাদ মাগরিব উদ্বোধন অনুষ্ঠান চলাকালে হঠাৎ মাইক টাঙানো বাঁশ দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ হলে মাইকের ব্যাটারির বিস্ফোরণ ঘটে এবং পুরো দোকান ঘর বিদ্যুতায়িত হয়ে বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে ৪ জন আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেলে প্রেরণ করেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শোক ও আতঙ্ক। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ্ ঘটনাটি নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com