ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯ জুলাই) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর শ্রেণিকার্যক্রমে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, খুব অল্প সময়ে নোটিশ পাওয়ায় ও বৃষ্টির কারণে দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী প্রথম দিন ক্লাসে উপস্থিত হতে পারেননি। তবে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা খুবই খুশী।
জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেয়। নোটিশ পেয়ে শিক্ষার্থীরা সোমবার (২৮ জুলাই) থেকে খুলনায় আসতে শুরু করেছেন। তবে বৃষ্টির কারণে ক্লাস শুরুর প্রথম দিনে দূর থেকে অনেক শিক্ষার্থী আসতে পারেননি।
১৯ ব্যাচের শিক্ষার্থী তানিম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় খুলেছে আমরা তাতে অনেক খুশী। প্রথম দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে না। ধীরে ধীরে স্বাভাবিক হবে। আমাদের অনেক সহপাঠী খুলনার বাইরে পরিবারের কাছে চলে গিয়েছিল। তারাও নোটিশ পেয়ে আসতে শুরু করেছে। সব মিলিয়ে আমরা এখন খুশী। শিক্ষকদের প্রতিও আমরা কৃতজ্ঞ।
২১ ব্যাচের শিক্ষার্থী আসলাম হোসেন বলেন, আমার বাসা মাগুরা জেলায়। ক্লাস শুরুর খবর পেয়ে গতকাল (২৮ জুলাই) খুলনা চলে এসেছি। ক্লাস শুরুর খবর জানতে পেরে অনেক আনন্দ লাগছিল। সহপাঠীরাও আসতে শুরু করেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ক্লাস থাকায় অনেকে বাসা ও মেসের রুম ছেড়ে দিয়েছিল। তারা আবার রুম ভাড়া করে উঠতে শুরু করেছেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। শিক্ষকরা ক্লাসে যোগ দিয়েছেন।
কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, কুয়েটের সকল কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় খুলেছে। শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। শিক্ষার্থীরা ক্লাস করছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ