শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোহাম্মদপুরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য পুলিশের দুঃখ প্রকাশ ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদী জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করবে: ডা. শফিকুর সীমান্ত এলাকা থেকে এক লাখের বেশি মানুষ সরে গেছে: থাইল্যান্ড ‘জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না’ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩২, হাসপাতালে ৫১ জন কাউকে গ্রেফতার করতে হলে পরিচয়পত্র দেখাতে হবে: আইন উপদেষ্টা উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে : নাহিদ ইসলাম

ছেলে হত্যার বিচার দাবিতে মামলা করেছি, কিন্তু পুলিশ আসামি ধরছে না

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য নেতারা মতবিনিময়ে অংশ নেন। এসমময় জুলাই গণঅভ্যুত্থানের ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ হওয়া পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় শহীদ পরিবারের সদস্যরাও তাদের বক্তব্য তুলে ধরেন।

শহীদ হোসাইনের মা মালেকা বেগম বলেন, আমার ছেলে হত্যার বিচারের দাবিতে মামলা করেছি। কিন্তু পুলিশ আসামি ধরছে না। আমার ছেলে হত্যার বিচার চাই। নাহিদের সহযোগিতা চেয়েছি। তিনি আশ্বস্ত করেছেন।

আশুলিয়ায় শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর গ্রামের তানজিল মাহমুদ সুজয়ের বোন ইশরাত জাহান এ্যানি বলেন, আমার ভাই নেই। নাহিদ ভাইকে আমরা ভাইয়ের মতো দেখি। উনি আমার ভাইয়ের সহযোদ্ধা। আমরা আমার ভাইয়ের হত্যা বিচার দেখতে চাই।

এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কাউতলী মোড় এলাকা থেকে পদযাত্রা শুরু করবেন। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুরে পৌর মুক্তমঞ্চ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হবে। পরে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com