রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যদি কোনোদিন জেলে যেতে হয়, তাহলে কি সেখানে আমি উঁচু কমোড পাব? বিমান মন্ত্রণালয়ের প্রকল্প নির্ধারিত সময় ও বাজেটের মধ্যেই শেষ করার নির্দেশ ভূমিকর আদায়ের হার সন্তোষজনক : ভূমি উপদেষ্টা ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার : ফাওজুল কবির টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি : পরিবেশ উপদেষ্টা পার্বত্য এলাকায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় সরকার আন্তরিক : পররাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতির কারণে গোপালগঞ্জে গুলি করেছে সেনাবাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে : নাহিদ শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া, সুনামি সতর্কতা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পসহ তিনটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের ( ইউএসজিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

রবিবার ধারাবাহিক ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কামচাটকা অঞ্চলের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) পূর্বে।

ইউএসজিএস ওয়েবসাইটের তথ্যানুসারে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের একই এলাকায় ৩২ মিনিটের ব্যবধানে তিনটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ এবং একটি ৭ দশমিক ৪। এর ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যে একই এলাকায় ৫ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস মনিটর।

এদিকে, মার্কিন জাতীয় সুনামি কেন্দ্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রাথমিকভাবে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে একই সংস্থা হাওয়াইতে সতর্কতা প্রত্যাহার করে নেয়।

এর কিছুক্ষণ পরেই তিনটি ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়, যার একটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

অপরদিকে জার্মানির জিএফজেড মনিটরও নিশ্চিত করেছে রবিবার কামচাটকা অঞ্চলের পূর্বে কমপক্ষে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। জিএফজেড পরে এটিকে ৭.৪ মাত্রায় আপডেট করেছে।

শহরের ওয়েবসাইট অনুসারে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরের জনসংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১৫২ জনেরও বেশি। শহরটি প্রশান্ত মহাসাগরের মুখোমুখি কামচাটকা অঞ্চলে জাপানের উত্তর-পূর্বে এবং বেরিং সাগরের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমে অবস্থিত।

কামচাটকা উপদ্বীপটি প্রশান্ত মহাসাগরীয় এবং উত্তর আমেরিকার টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ। 

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com