সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতেই দেরি হয়েছে। ৯টা ৪৫ মিনিটের খেলা শুরু হয়েছে ১১টায়। যে কারণে খেলা দেখার আগ্রহ নিয়ে বসে থাকা ক্রিকেট ভক্তরা কিছুটা হতাশ ছিলেন। এরপর খেলা শুরু হতেই তাদেরকে আরও বেশি হতাশ করলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।
দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিয়েছেন শান্ত। কিছুক্ষণ পরই শান্তর দেখানো পথে হাঁটেন মিরাজও।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে যান শান্ত। আজ বুধবার একটি রানও যোগ করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আগের দিনের ৬০ রান (১০৪ বলে) নিয়েই ফিরতে হয়েছে সাজঘরে।
ব্লেসিং মুজারাবানির বলে ফাইন লেগ অঞ্চলে ভিক্টর নুয়াইসির হাতে ধরা পড়েন শান্ত। দলীয় স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই উইকেট দিয়ে আসেন মিরাজ। ডানহাতি ব্যাটারকে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ফাইফার পূর্ণ করেন মুজারানি। ১৫ বলে ১১ রান করেন মিরাজ।
পরের ওভারেই আউট তাইজুল ইসলাম। ৩ বলে মাত্র ১ রান করে ফেরত যান তিনি। ২১৩ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬৩ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ২১৩। জাকের আলী ২৮ আর হাসান মাহমুদ ০ রানে অপরাজিত আছেন। স্বাগতিকদের লিড এখন ১৩১ রানের।
বাংলা৭১নিউজ/এসএইচ