বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আলাস্কা, সুনামি সতর্কতা জারি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। স্থানীয় সময় বুধবার ভূমিকম্পটি আঘাত হানে। আলাস্কা উপকূলে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর পরই সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য এই সতর্কতা তুলে নেওয়া হয়। খবর এএফপির।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় আনুমানিক ১২টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যার কেন্দ্রস্থল ছিল দ্বীপ শহর স্যান্ড পয়েন্ট থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১২ দশমিক ৫ মাইল গভীরে।

ভূমিকম্পের পর কর্তৃপক্ষ প্রথমে দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করেছিল, কিন্তু পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

ভূমিকম্পের প্রায় দুই ঘন্টা পরে জারি করা এক বার্তায় জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডব্লিউসি) জানিয়েছে, দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপদ্বীপের উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা বাতিল করা হয়েছে।

ইউএসজিএস অনুসারে, ভূমিকম্প আঘাত হানার পর এক ডজনেরও বেশি আফটারশক (পরাঘাত) আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৫ দশমিক ২ মাত্রার।

এনটিডব্লিউসি জানিয়েছে, সুনামি সতর্কতা এবং পরামর্শ শুধুমাত্র আলাস্কা উপকূলবর্তী অঞ্চলের জন্য জারি করা হয়েছিল।

এতে বলা হয়েছে, স্যান্ড পয়েন্টে সর্বোচ্চ ০.২ ফুট (৬.১ সেন্টিমিটার) উচ্চতার একটি সুনামি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দাদের বিপদ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সক্রিয় প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থিত আলাস্কা অঙ্গরাজ্য।

এর আগে ১৯৬৪ সালে আলাস্কায় ৯ দশমিক ২ মাত্রার শক্তিমালী একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া ২০২৩ সালের জুলাই মাসে ৭ দশমিক ২ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com