মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চীনা বিদ্যুৎ প্রকল্প থেকে কোনো পানি প্রত্যাহার হবে না : চীনা রাষ্ট্রদূত বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত অন্তত ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক ইশরাকের বক্তব্য নাসীরুদ্দীনের চেয়ে কয়েকগুণ নিচু লেভেলের: সারজিস প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ১, হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হয়েছে ৪ জনকে ইলিশের দাম বেশি হওয়ার কারণ সরবরাহ কম ও চাঁদাবাজি : উপদেষ্টা জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা সারের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে যোগ্যদের বিবেচনায় নেয়া হবে : কৃষি উপদেষ্টা

সিগন্যাল অমান্য করে রেললাইনে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু

ফেনী প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ফেনীতে সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে পড়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে ট্রেন ধাক্কা দিলে হাফেজুল ইসলাম (৪০) নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা মা গুরুতর আহত হলে প্রথমে ফেনী সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

শনিবার (২৮ জুন) রাতে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা ফেনীর ছাগলনাইয়া উপজেলা পাঠান নগর ইউনিয়নের মিয়াজি বাড়ি হারেস আহম্মেদের স্ত্রী ও ছেলে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছার আগে শহরের গোডাউন কোয়ার্টার এলাকা অতিক্রম করার সময় সিগন্যাল অমান্য করে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক হাফেজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত ফাতেমাতুজ জোহরাকে (৬২) প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
 
ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ মোহাম্মদ ইমরান বলেন, নিহত হাফেজুল ইসলামের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

‎ফেনী রেলস্টেশনে রেলওয়ে পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com