বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে আইসিসির নতুন নিয়ম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে নিয়ে নতুন নিয়ম।

নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে আর পূর্ণ ওভারে নয়, বরং কাছাকাছি বল সংখ্যায় নির্ধারণ করা হবে। খেলা যত ওভারে হবে তার প্রায় ৩০ শতাংশ বল হবে পাওয়ার-প্লে। আগামী ২ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।

প্রচলিত নিয়মে ২০ ওভারের ইনিংসে প্রথম ছয় ওভার পাওয়ার প্লে থাকে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ওভার কমে গেলে, পূর্ণ ওভারে পাওয়ার প্লে নির্ধারণ করা হয়। নতুন নিয়মে সেটি আর থাকছে না।

উদাহরণস্বরূপ, ম্যাচ ৮ ওভারে নেমে এলে পাওয়ার প্লে হবে ২.২ ওভার, যেখানে কেবল দুজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে। ৯ ওভারের ইনিংসে পাওয়ার প্লে হবে ২.৪ ওভার। এতে পাওয়ার প্লের অনুপাত ইনিংসের মোট দৈর্ঘ্যের কাছাকাছি, প্রায় ৩০ শতাংশ বল থাকবে পাওয়ার-প্লে।

আইসিসি জানিয়েছে, ইংল্যান্ডের ‘টি-টোয়েন্টি ব্লাস্ট’ টুর্নামেন্টে অনেক বছর ধরেই এই বলভিত্তিক পাওয়ার প্লে পদ্ধতি ব্যবহার হচ্ছে। ওভারের মাঝপথে পাওয়ার প্লে শেষ হওয়ায় কোনো সমস্যায় পড়েননি খেলোয়াড় বা আম্পায়াররা। এখন এই পদ্ধতিকে আইসিসির পুরুষ ক্রিকেট কমিটি পছন্দনীয় মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com