শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোহাম্মদপুরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য পুলিশের দুঃখ প্রকাশ ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন মোদী জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করবে: ডা. শফিকুর সীমান্ত এলাকা থেকে এক লাখের বেশি মানুষ সরে গেছে: থাইল্যান্ড ‘জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না’ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ৩২, হাসপাতালে ৫১ জন কাউকে গ্রেফতার করতে হলে পরিচয়পত্র দেখাতে হবে: আইন উপদেষ্টা উন্নয়ন শুধু ঢাকায় নয়, প্রত্যেকটি জেলায় সমানভাবে করতে হবে : নাহিদ ইসলাম

থেমে থাকা বাসে ধাক্কা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো তিন বন্ধুর

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেথুল আশরাফের ছেলে সুনিধির আশরাফ (১৭), আখতারুজ্জামানের ছেলে হৃদয় হোসেন (১৭) এবং শাহাজান আলীর ছেলে সাদনান সাকিব (১৭)। তাদের প্রত্যেকের বাড়ি মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে কলেজ পড়ুয়া তিন বন্ধু মোটরসাইকেলে পত্নীতলা উপজেলার নজিপুরে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কের পার্বতীপুর মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সড়কে ছিটকে পড়ে তিন বন্ধুই গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনিধির আশরাফকে মৃত ঘোষণা করেন।

অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করা হয়। রাজশাহীতে নেওয়ার পথে হৃদয় হোসেনের মৃত্যু হয়। সর্বশেষ বুধবার (৪ জুন) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক বন্ধু সাদনান সাকিব মারা যান।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত সুনিধির আশরাফের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই তার পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। পরে রামেকে নেওয়ার পথে হৃদয় হোসেন এবং সর্বশেষ বুধবার ভোরে সাদনান সাকিবের মৃত্যুর খবর আমরা পেয়েছি।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com