শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

খাতুনগঞ্জে পেঁয়াজের ব্যাপক সরবরাহ, দাম তলানিতে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, চট্টগ্রাম: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের বাড়তি দাম বহাল থাকলেও দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে পণ্যটির দাম নিম্নমুখী।

রমজানের শুরুতে ভারতীয় পেঁয়াজ কেজি ২২ টাকায় বিক্রি হলেও এখন তা ১২ থেকে ১৪ টাকায় নেমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, পেঁয়াজের এই দাম গত এক বছরের মধ্যে সর্বনিম্ন। পাইকারি ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ এনে ক্ষতির মুখে পড়েছেন। বাড়তি মুনাফার পরিবর্তে এখন লোকসানের আশঙ্কা করছেন খাতুনগঞ্জের পাইকাররা।

খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘যা বেচাকেনা রমজানের আগেই বিক্রি হয়েছে। খুচরা ব্যবসায়ীরা সে সময় যে পণ্য নিয়ে গুদামে রেখেছেন এখন সেগুলোই বিক্রি করেছেন। সে সময় চাহিদা বেশি থাকায় দামও কিছুটা বেড়েছিল। এখন খাতুনগঞ্জের পাইকারি বাজারে ক্রেতা নেই।’

তিনি বলেন, পাইকারি ব্যবসায়ীরা এখন পেঁয়াজ এনে ক্ষতির মুখে। বিক্রি না হওয়ায় অলস সময় পার করছেন।

জানা গেছে, প্রতিবছর রমজান ও কোরবানির ঈদকে কেন্দ্র করে পেঁয়াজের বাজার চড়া হয়ে যায় কিন্তু এবার ব্যতিক্রম। দেশের বাজারে দুই কারণে এবার পেঁয়াজের দাম চড়েনি। প্রথমত, ভারতে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে এবং ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ ব্যাপকভাবে বেড়েছে। দ্বিতীয়ত, ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) প্রত্যাহার করে নিয়েছে। এতে দেশে পেঁয়াজের আমদানিও বেড়ে গেছে।

গত বছর বন্যায় ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় ভারতের বাজারেই পেঁয়াজের দাম রেকর্ড ছুঁয়ে যায়। আর অভ্যন্তরীণ বাজারমূল্যের ঊর্ধ্বগতি রুখতে ও রপ্তানিকারকদের নিরুৎসাহিত করতেই গত ২০১৫ সালের রমজান মাসের শুরুতে ন্যূনতম রপ্তানি মূল্য টনপ্রতি ২৫০ থেকে ৪৩০ ইউএস ডলার এবং পরে তা আরো বাড়িয়ে ৭০০ ডলার নির্ধারণ করেছিল সে দেশের কাঁচাপণ্যের মূল্য নির্ধারণকারী সংস্থা (ন্যাপেড)।

টনপ্রতি ৭০০ ডলার নির্ধারণের পর খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজি ৭৫-৮০ টাকায় বিক্রি হয়। এর পর থেকে বাজারে পেঁয়াজের ক্রেতা কমতে থাকে, চাহিদা কমে যাওয়ায় ভারত থেকে আমদানিও কমে যায়। পরে বিকল্প দেশ পাকিস্তান, মিশর, মিয়ানমার ও চীন থেকে পেঁয়াজ আমদানি হয়ে বাজার দখল হতে থাকে।

তবে বর্তমানে ভারতীয় পেঁয়াজে আজার সয়লাব হয়ে গেছে দেশের বাজার।

খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন ১৫-২০ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকলেও সে পরিমাণ ক্রেতা না থাকায় গুদামে জমছে। বেশি পেঁয়াজ আসায় বাজার দাম কমে গেছে। গতকাল ভারতীয় সবচেয়ে ভালোমানের পেঁয়াজ আড়তে বিক্রি হয়েছে ১২ থেকে ১৪ টাকায়। বাজারে নাসিক ও কানপুর দুই ধরনের পেঁয়াজ পাওয়া যাচ্ছে।

কাঁচাপণ্য আড়তদার সমিতির সহসভাপতি আবসার উদ্দিন বলেন, ‘রমজানে চিনি-ছোলার ব্যবসায়ীরা মুনাফা পাওয়ায় এবার বেশ খুশি হলেও কাঁচাপণ্যের ব্যবসায়ীরা কাঁদছেন। বাজার এতটাই কমেছে অনেকেই পথে বসছেন।’

এদিকে দাম কম থাকায় এবার ভ্রাম্যমাণ আদালতকে পেঁয়াজের বাজারের দিকে একেবারেই নজর দিতে হয়নি। চট্টগ্রাম জেলা প্রশাসনও ছিল স্বস্তিতে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দাম কমেনি। এখনো আগের দামেই পেঁয়াজ বিক্রি হয়েছে।

বাংলা৭১নিউজ/এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com