বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আশা করছি শুল্ক কিছুটা কমে আসবে : অর্থ উপদেষ্টা বিশ্বের উন্নয়ন ভাবনাকে প্রকৃতি কেন্দ্রিক হতে হবে : পরিবেশ উপদেষ্টা ১৩ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান আত্মসংযমের মাধ্যমে সমাজ গড়ে তোলার আহ্বান তারেক রহমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না : শিক্ষা উপদেষ্টা বিমান দুর্ঘটনায় দগ্ধ অভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে সিএমএইচে নৌ উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে ঘন ঘন মতবিনিময় হলে ভালো হতো: ফখরুল বাংলাদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা অসম্ভব : প্রেস সচিব নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

ভারতে তৈরি আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি আইফোনের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ইতোমধ্যেই অ্যাপলের নির্বাহী পরিচালক টিম কুককে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকাতে বিক্রির জন্য কোনও আইফোন যদি ভারত বা অন্যকোনও দেশে তৈরি হয় তাহলে তার জন্য অ্যাপলকে ২৫ শতাংশ শুল্ক গুনতে হবে। সুতরাং যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য তার দেশেই আইফোন তৈরি করতে হবে বলে জোর দিয়েছেন ট্রাম্প। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার পোস্টে লিখেছেন- অনেক আগেই আমি টিম কুককে এ বিষয়টি অবহিত করেছি। যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন যেন এখানেই উৎপাদন করা হয়। ভারত বা অন্য কোনও দেশে নয়। যদি অ্যাপল অন্য কোনও দেশে আইফোন উৎপাদন করে তাহলে মার্কিন বাজারে প্রবেশ করতে হলে কোম্পানিটিকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পর শেয়ারবাজারে বড় ধাক্কা খেয়েছে অ্যাপলসহ বেশ কয়েকটি কোম্পানি। এর মধ্যে নাসডাক ১০০ সূচকের অবস্থান সবচেয়ে বেশি খারাপ ছিল। আর শেয়ারবাজারে অ্যাপলের দর কমেছে ৪ শতাংশ। আইফোন উৎপাদনে গত পাঁচ বছরে একচেটিয়া নেতৃত্ব দিয়েছে ভারত।

গত অর্থবছরে প্রায় ২২ বিলিয়ন ডলার মূল্যের আইফোন তৈরি করেছে দেশটি, যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। এক্ষেত্রে ভারতকেই উৎপাদনের কেন্দ্র হিসেবে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র-ভিত্তিক ওই কোম্পানি। 

গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উপর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সরবরাহ-চেইনে উদ্বেগ দেখা দেয়। এতে আইফোনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ভারতকে নিজেদের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে অ্যাপল। 

সূত্র: দ্য গার্ডিয়ানসিএনএনহিন্দুস্তান টাইমস

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com