বাংলা৭১নিউজ, ঢাকা: ফেসবুক পেজের মাধ্যমে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেজের স্ট্যাটাসে এ হুমকি দেওয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে ভিজিটর পোস্টের স্থানে শ্যামলকান্তিকে হত্যার হুমকির বিষয়টি অবগত করেন একজন ব্যক্তি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মারুফ হোসেন সরদার জানান, ঢামেক হাসপাতালে শ্যামলকান্তির পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হুমকির ব্যাপারটিও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, শুক্রবার দুপুর ১২টার দিকে শ্যামলকান্তি ভক্তকে ঢামেকের ৬০১ নম্বর ওয়ার্ডের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা জানান, তার মাথা ঘুরছে এবং তার বুকে ব্যথা করছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে লাঞ্ছিত করে জনতা। স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষকে কান ধরে ওঠবসও করান। পরে শ্যামলকান্তিকে বরখাস্ত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
এদিকে বৃহস্পতিবার (১৯ মে) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত জানান। সেই সঙ্গে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে মারধর ও কান ধরে ওঠবস করানো এবং বরখাস্তের ঘটনায় ওই স্কুল পরিচালনা কমিটিকে বাতিল করেন শিক্ষামন্ত্রী।
বাংলা৭১নিউজ/আরএম