শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান বান্দরবানে বেনজীরের সম্পত্তি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খালেদার মুক্তি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বিএনপি ভাতিজির বিয়েতে যাচ্ছিলেন এসআই, রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা কোটা আন্দোলনের কারণে রাজধানীজুড়ে তীব্র যানজট বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে আর আওয়ামী লীগ রক্ষা করে : নিখিল

বাবরি-কাশ্মীরের বদলা নিতে আসছি, ভিডিওতে আইএস: আনন্দবাজার পত্রিকা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২১ মে, ২০১৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল আইএস। ২২ মিনিটের ভিডিও প্রকাশ করে ভারতকে নিশানা বানানোর কথা ঘোষণা করেছে জঙ্গি সংগঠনটি। যে সব যুবকরা ভারত থেকে ইরাক বা সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দিয়েছে, তাদের দিয়েই ভারতের বিরুদ্ধে জেহাদের ডাক দেওয়ানো হয়েছে।
ভিডিও-তে ভারত আক্রমণের কারণও বাখ্যা করেছে আইএস।

বাবরি মসজিদ ধ্বংস হওয়া অন্যতম প্রধান কারণ বলে তারা জানিয়েছে। মুম্বই, গুজরাত, কাশ্মীর, মুজফ্ফরনগর, অসমে মুসলিম সম্প্রদায় গণহত্যার শিকার বলেও আইএস-এর দাবি। এই সব কিছু প্রতিশোধ নিতেই ভারত এ বার টার্গেট, ঘোষণা আবু বকর আল-বাগদাদির সংগঠনের। ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করানো হয়েছে এক ভারতীয়ের মুখ দিয়েই।

সে হল মহারাষ্ট্র থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া ফাহাদ শেখ। ঠাণের ইঞ্জিনিয়ারিং ছাত্র ফাহাদ ২০১৪ সালে সিরিয়ায় চলে যায়। ভিডিও-তে অবশ্য তাকে ফাহাদ শেখ বলে উল্লেখ করা হয়নি। আইএস-এ যোগ দেওয়ার পর তার যে নতুন নাম হয়েছে, সেই আবু আম্‌র আল-হিন্দি নামে তার পরিচয় দেওয়া হয়েছে।

আরবি ও উর্দু ভাষায় তৈরি এই ২২ মিনিটের ভিডিওটি শুক্রবারই প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, বারতে মুসলিমরা অপরিসীম কষ্টে রয়েছেন। ভারতীয় মুসলিমরা অন্য ধর্মের লোকজনের সঙ্গে যে ভাবে সুসম্পর্ক বজায় রেখে চলেন, তার সমালোচনা করা হয়েছে আইএস-এর তরফে। আসাদুদ্দিন ওয়েইসি, বদরুদ্দিন আজমলের মতো রাজনৈতিক নেতা, জামা মসজিদের ইমাম মৌলানা সৈয়দ আহমেদ বুখারি-সহ বিভিন্ন ধর্মীয় নেতাদেরও কাঠগড়ায় তোলা হয়েছে আইএস-এর তরফে।

ভারত থেকে পালিয়ে সিরিয়া যাওয়া পাঁচ মুখকেই মূলত তুলে ধরা হয়েছে ভিডিওতে। তার মধ্যে শুধু ফাহাদ শেখকেই স্পষ্ট ভাবে চিহ্নিত করা গিয়েছে। সে বলেছে, ‘‘আমরা ভারতে ফিরব। কিন্তু তলোয়ার হাতে ফিরব, বাবরি মসজিদ ধ্বংস, কাশ্মীর, গুজার, অসমে গণহত্যার প্রতিশোধ নিতে ফিরব।’’

আরও এক ভারতীয় জঙ্গিকে দেখানো হয়েছে ভিডিওতে। সে বলেছে, বাটলা হাউজ এনকাউন্টারের পর থেকে তার পক্ষে ভারতে থাকা কঠিন হয়ে গিয়েছিল। পরে সে মধ্য এশিয়ায় পালিয়ে যেতে সক্ষম হয় এবং জেহাদে যোগ দেয়।

ফাহাদ শেখের সঙ্গে শামিম টংকি এবং আরিব মজিদ নামে দুই যুবকই ভারত থেকে সিরিয়ায় গিয়েছিল ২০১৪ সালে। ভিডিওয় জানানো হয়েছে, আইএস-এর রাজধানী রাকায় যুদ্ধের সময়ে শামিমের মৃত্যু হয়েছে। আরিব মজিদ আগেই ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে ধরা পড়েছে।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com