বাংলা৭১নিউজ, ঢাকা: ভারতে বসে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্র করে থাকলে সরকার কেন ভারতের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানায় নি জানতে চেয়েছে বিএনপি।
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ এ প্রশ্ন রাখেন।
হান্নান শাহ বলেন, বিএনপিকে নিয়ে মোসাদের গল্প সরকারের একটি ষড়যন্ত্র। জাতীয়তাবাদী শক্তিকে হেয় করতে এ ধরনের কল্পকাহিনী সাজানো হয়েছে।
তিনি বলেন, ভারতে বসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের তথ্য পেয়েও সরকার কেন ভারতের কাছে কূটনৈতিক প্রতিবাদ করেনি তা জানতে চায় বিএনপি।
আসলাম চৌধুরী সম্বন্ধে বলা হচ্ছে, ভারতের মাটিতে ষড়যন্ত্র হলো। আমরা সবাই মনে করি, ভারত বর্তমান সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক। তাদের মাটিতে এটা হলো, বাংলাদেশ সরকার ভারতের কাছে জিজ্ঞাসা করে না কেন
সরকারের কাছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করা হলো তাহলে আপনি (সরকার) কেন কূটনৈতিক প্রতিবাদ করেননি।
বাংলা৭১নিউজ/এসএস