বাংলা৭১নিউজ,ঢাকা: সাত দিনের বিদেশ সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি যুক্তরাজ্যের লন্ডন ও বুলগেরিয়ার সোফিয়ায় যাবেন।
রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকসহ কর্মকর্তারা।
স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
সফরে প্রধানমন্ত্রী বুলগেরিয়ায় ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নেবেন। তবে তার আগে লন্ডনে দু’দিনের ব্যক্তিগত সফর করবেন তিনি।
লন্ডনে দু’দিন অবস্থানের পরই ১৮ মে সোফিয়ার যাবেন শেখ হাসিনা। সেখানে ১৯ মে ‘গ্লোবাল উইমেন লিডার’স ফোরাম’ সম্মেলনে অংশ নিয়ে ২১ মে ঢাকা ফিরবেন তিনি।
বাংলা৭১নিউজ/এসএইস