ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফইরতলা রেলগেট বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে রবিন মিয়া (৩০) নামের এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১ মে) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।
মো. রবিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের বাদুঘর থানা এলাকার মো. মানিক মিয়ার ছেলে।
আহত রবিন মিয়ার মামা আবু জাফর জানান, আজ ভোরের দিকে ফইরতলা রেলগেট বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা রবিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রবিন পেটের ডান পাশসহ মাথায় গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের লোকজন খবর পেলে আজ বেলা ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে রবিন মিয়া নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
বাংলা৭১নিউজ/এসএইচ