দীর্ঘদিন পর গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার রাত ৯টা ১৩ মিনিটে গুলশানের ফিরোজা বাসভবন থেকে তিনি একটি গাড়িতে রওনা হন।
তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ—ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।
দীর্ঘদিন পর বেগম জিয়া পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। তিনি ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দারের বাসায় উঠেছিলেন। বহু বছর পর আজ আবার সেখানে গেলেন।
গত ৬ মে লন্ডনে চার মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। ফিরে এসে তিনি চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে ছিলেন। বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় পারিবারিক এই অনুষ্ঠানে অংশ নিতে ছোট ভাইয়ের বাসায় যান।
বাংলা৭১নিউজ/এসএকে