মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

চীনের ১০০ ব্যবসায়ীর সফর শক্তিশালী সম্পর্কের প্রতিফলন হবে

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১০০ ব্যবসায়ীর সফর শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ককে প্রতিফলিত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

রোববার (২৭ এপ্রিল) চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউ বিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদল পররাষ্ট্রসচিবের সাক্ষাতে এলে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জিউ বিন চীনের প্রতি বাংলাদেশের জনগণের উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। 

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে চীন এবং চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে তাদের পাশে থাকবে। 

সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফরের কথা উল্লেখ করে জিউ বিন বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিশ্বস্ত বন্ধু। 

তিনি বলেন, চীন দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার করতে, অবকাঠামোগত উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে এবং সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের আদান-প্রদান বৃদ্ধি করতে কাজ করবে। 

তিনি আরও বলেন, দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ বাংলাদেশ-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।

পররাষ্ট্রসচিব এক চীন নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সফল সফর এবং তাদের প্রতিপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেন, যা বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য ও শিক্ষা খাত সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছে। 

কুনমিংয়ে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা প্রদানের জন্য পররাষ্ট্রসচিব চীন সরকারকে ধন্যবাদ জানান। ভিসার সহজলভ্যতার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে পররাষ্ট্রসচিব জোর দিয়ে বলেন, ঢাকা-কুনমিং ফ্লাইটে সাশ্রয়ী মূল্যের বিমান ভাড়া বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা গ্রহণে আরও উৎসাহিত করবে। তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধির জন্য চীন সরকারকে অনুরোধ করেন। 

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা করা হয়েছে। পররাষ্ট্রসচিব এই বিষয়ে অব্যাহত সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে দেশটির ব্যবসায়ী একটি প্রতিনিধিদল আগামী মাসের মাঝামাঝিতে ঢাকা সফরের কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com