বাংলা৭১নিউজ, পিরোজপুর: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনকে কুপিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত।
আজ সকাল ৬টার দিকে শহরের বাইপাস সড়কে নতুন জেলখানার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিদিনের মতো আজ সকালে তিনি হাটতে বের হলে শহরের বাইপাস সড়ক থেকে হেঁটে আসার সময় নতুন জেলখানার সামনে এক যুবক পেছন থেকে এসে ধারালো দা দিয়ে শিক্ষক সদানন্দ গাইনের মাথার আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ঘটনাটি শোনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় রাম দা উদ্ধার করেছি। এ ছাড়া ঘটনায় জড়িত যুবককে আটকের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এন